প্রথমে রোগী ও আমেল উভয়ে অযু করে নিবে এরপর এরপর ১ গ্লাস পানি নিয়ে রোগীকে সামনে বসাবে, প্রথমে রোগীকে একটু পানি খাওয়াবে, এবং জিজ্ঞেস করবে, পানি কেমন লাগে, উত্তরে যদি বলে স্বাভাবিক

তারপর আমল শুরু করবে, প্রথমে

(১)দুরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করবে প্রত্যেকবার পানিতে দম দিবে

(২)ইস্তেগফার ১১ বার পাঠ করে প্রত্যেকবার পানিতে দম দিবে

(৩) আয়াতুল কুরসী ৩ বার পাঠ করে প্রত্যেকবার দম দিবে

(৪) দুরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করবে প্রত্যেকবার দম দিবে,

এখন পানি পড়া তৈরি হয়ে গেছে, তখন রোগীকে আবার পানি পান করাবে, এবং জিজ্ঞেস করবে, পানি কেমন লাগে।

যদি বলে তিতা লাগে তাহলে বুঝতে হবে জিনে র সমস্যা বা রোগী যদি বলে পানি টক লাগে তাহলে বুঝতে হবে জাদুর সমস্যা

আর যদি বলে আগের মতো পানি স্বাভাবিক তাহলে বুঝতে হবে জিসমানি রোগ তথা ডাক্তারি সমস্যা।

0 CommentsClose Comments

Leave a comment