প্রথমে ১ জগ বৃষ্টির পানি নিবে, এরপর হাফ কেজি লবন নিবে, এরপর সুন্দর করে অজু করে আমল শুরু করবে।
ইস্তেগফার ১১ বার, দরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করে প্রত্যেকবার পানি ও লবনে দম দিবে,
এরপর সূরা মূমিনুনের শেষ ৪ আয়াত ১১ বার পাঠ করে প্রত্যেকবার দম দিবে, এরপর সূরা ফালাক ও সূরা নাস ১১ বার পাঠকরে প্রত্যেকবার দম দিবে,
এরপর সূরা ইউনুসের ৮১-৮২ নাঃ আয়াত ১১ বার পাঠ করে প্রত্যেকবার দম দিবে,
এরপর ১১ বার দুরুদে ইব্রাহিম পাঠ করে আমল শেষ করবে,
এই লবন প্রতিদিন খাবারের সাথে মিশিয়ে খাবে আর পানি দিয়ে গোসল করবে, আর সকাল বিকাল খাবে, এইভাবে চলবে ৪১ দিন।
যত কঠিন জাদুই হোক না কেন ধ্বংস হয়ে যাবে ইনশা-আল্লাহ্।