Q
বর্তমান যুগে জীন-জাদু দ্বারা ক্ষতিগ্রস্থদের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে। মানুস খতিগ্রস্থ হয়ে মুদাব্বিরদের আর কবিরাজদের দ্বারে দ্বারে ঘুরে অনেক পয়সা খরচ করার পরেও সুস্থতার দেখা পায় না। অনেকে কবিরাজদের খপ্পরে পরে নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সকল সুস্থতা দান করার মালিক একমাত্র মহান রাব্বুল আলামীন। আমরা মহান পবিত্র সেই সত্তা মহান আল্লাহপাকের উপর ভরসা করে জিন জাদুর প্রকৃত চিকৎসা প্রদানের নিয়তে এই তদবির গভেষনা আপনাদের সন্মুখে পেশ করছি।
সম্মানিত সুধী আমরা সকলেই জানি মানুষের শরীর দুটি ১ টি হলো জিসমানি আরেকটি হলো রুহানি, আমাদের জিসমানি শরীর যখন অসুস্থ হয় তখন ডাক্তার দেখিয়ে মেডিসিন গ্রহনের মাধ্যমে চিকিৎসা করে থাকি, ঠিক রুহানি রোগ হলে চিকিৎসা করার প্রয়োজন হয় রুহানি সাধকদের মাধ্যমে তদবীর কারকদের মাধ্যমে, আল্লাহওয়ালা বু্যুর্গদের মাধ্যমে, যেমন জিন জাদু হচ্ছে রুহানি রোগ অদৃশ্য রোগ এই সমস্ত রোগের চিকিৎসা করবে তারাই যাদের রুহানিয়াত প্রচুর পরিমাণে থাকে, বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ মানুষ রুহানি জগতের রোগী। তাই আমরা রুহানি চিকিৎসা করি ও তদবীর শিক্ষা দিয়ে থাকি।